Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগঞ্জে এখনই চিকিৎসক নিয়োগ নয়, সংসদে এমপি গাজীর প্রশ্নে নাসিম


২০ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৪৫ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৫৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ‘নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় ৭টি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে বর্তমানে চিকিৎসক নিয়োগের কোনো পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে চিকিৎসক নিয়োগের পরিকল্পনা গ্রহণ করা হলে এসব কেন্দ্রে চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।’

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর (বীরপ্রতীক) এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম একথা জানান।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রীর কাছে নারায়ণগঞ্জ-১ আসনের এই সংসদ সদস্য প্রশ্ন রাখেন, ‘মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলবেন কি, বর্তমানে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় কোনো পরিবার কল্যাণ কেন্দ্র আছে কিনা; থাকলে সংখ্যা কত এবং ওইসব কেন্দ্রে চিকিৎসক নিয়োগ দেওয়া হবে কিনা?’

জবাবে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ‘রূপগঞ্জ উপজেলায় ৭টি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিকল্পনা কেন্দ্র রয়েছে। সেগুলো হচ্ছে- রূপগঞ্জ কায়েতপাড়া ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কাঞ্চন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্র, তারাব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার ক্যল্যাণ কেন্দ্র, দাইদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, গোলাকান্দাইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ভোলাব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র ভুলতা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।’

সারাবাংলা/এএইচএইচ/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর