৫ শতাংশ কোটা রাখার দাবি আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদের
২০ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৩২
।। ঢাবি করেসপন্ডেন্ট ।।
ঢাকা: সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণিসহ সব নিয়োগে ৫ শতাংশ আদিবাসী কোটা বহাল রাখার দাবি জানিয়েছে আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যে এক সমাবেশে তারা এই দাবি জানায়।
সমাবেশে সংহতি জানিয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন। একই সাথে তিনি অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা রাখার কথাও বলেছেন। কিন্তু তা এখনও বাস্তবায়ন করা হচ্ছে না, আমরা অনগ্রসর সব জনগোষ্ঠীর অধিকার অক্ষুণ্ণ রাখার দাবি জানাই।’
ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হলাচন্দ্র ত্রিপুরা বলেন, ‘বাংলাদেশে আদিবাসীরা এখনও অনগ্রসর। সংবিধানে তাদের জন্য ৫ শতাংশ কোটার ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু এখন সেই কোটা বাতিল করার সুপারিশ করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে। আমরা প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখে বলছি, তিনি যে বিশেষ ব্যবস্থার কথা বলেছেন সেটা যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়িত হয়।’
আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুমিতা রবিদাস বলেন, ‘মন্ত্রিপরিষদ সচিব বলেছেন যে এখন নাকি বাংলাদেশে অনগ্রসর কোনো জনগোষ্ঠী নেই। অথচ আদিবাসীরা এখনও অনগ্রসর। তাদের জন্য এখনও কোটা দরকার।’
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সদস্য বিভূতিভূষণসহ আরও অনেকে সমাবেশে উপস্থিত ছিলেন।
সারাবাংলা/কেকে/এমও