Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ কার্যদিবসে ১৮ বিল পাসের নতুন রেকর্ড


২০ সেপ্টেম্বর ২০১৮ ২১:০০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: জাতীয় সংসদের ২২তম অধিবেশন মাত্র ১০ কার্যদিবসের হলেও এর মধ্যেই পাস হয়েছে ১৮টি বিল। সংসদ অধিবেশনে এত অল্প সময়ে এত বেশি বিল পাস হওয়ার এমন নজির নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মেয়াদ শেষের দিকে হওয়ায় দ্রুত বিলগুলো পাস করার জন্য সরকারের তাড়া ছিল বলে মনে করছেন তারা।

গত ৯ সেপ্টেম্বর শুরু হয় দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন। এই অধিবেশনে ডিজিটাল নিরাপত্তা বিল ও সড়ক পরিবহন বিলের মতো বহুল আলোচিত কয়েকটি বিল পাস হয়েছে। মাত্র ১০ কার্যদিবসের মধ্যে শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবারেই (২০ সেপ্টেম্বর) পাস হয়েছে চারটি বিল।

সংসদ সূত্রে জানা গেছে, এর আগের ২৫ কার্যদিবসের বাজেট অধিবেশনে পাস হয়েছিল ১৫টি বিল। চলতি বছরের সবচেয়ে  দীর্ঘ অধিবেশন ২০তম অধিবেশনেও ১৫টি বিল পাস হয়েছিল। আর আগের চার বছরে ১৯টি অধিবেশনে মোট বিল পাস হয়েছিল ১৩০টি।

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি অধিবেশনের মতো অল্প সময়ে এতগুলো বিল পাসের রেকর্ড নেই। আগামী অধিবেশনে কী হয়, তা দেখার বিষয়।

চলতি দশম জাতীয় সংসদের মেয়াদ শেষ হবে ২৮ জানুয়ারি। এর তিন মাস আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে সংবিধানে। ফলে নির্বাচনকালীন সরকার গঠিত হলে দুই মাসের মধ্যে সংসদ অধিবেশন বসার বাধ্যবাধকতা নেই। ফলে আগামী অক্টোবর মাসের শেষ সপ্তাহে চলতি সংসদের সংক্ষিপ্ত যে অধিবেশন বসার কথা রয়েছে, সেটিই হবে এই সংসদের সর্বশেষ অধিবেশন।

আজ বৃহস্পতিবার ২২তম অধিবেশনের শেষ দিনে জাতীয় ক্রীড়া পরিষদ বিল, পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকরি শর্তাবলী) বিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বিল ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা বিল পাস হয়। এর আগে, বুধবার (১৯ সেপ্টেম্বর) পাস হয়েছে ডিজিটাল নিরাপত্তা বিল, সড়ক পরিবহন বিল এবং কওমি মাদ্রাসাসমূহের দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান বিল। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) পাস হয়েছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) বিল, কৃষি বিপণন বিল ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বিল নামের তিনটি বিল।

বিজ্ঞাপন

এছাড়া, ১৭ সেপ্টেম্বর জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি বিল ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল; ১৬ সেপ্টেম্বর সার (ব্যবস্থাপনা) (সংশোধন) বিল ও যৌতুক নিরোধ বিল; ১৩ সেপ্টেম্বর সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল এবং ১২ সেপ্টেম্বর বস্ত্র বিল, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিল ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বিল পাস হয়েছে।

সর্বশেষ ২২তম অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দু’টি কার্যদিবসে উত্তর দানের জন্য ৮৪টি প্রশ্ন পাওয়া যায়। প্রধানমন্ত্রী ২৬টি প্রশ্নের উত্তর দেন। আর অন্যান্য মন্ত্রীদের জন্য এক হাজার ৫০৪টি প্রশ্ন পাওয়া যায়। তার মধ্যে মন্ত্রীরা ৮০৪টি প্রশ্নের উত্তর দিয়েছেন। এছাড়া সংসদ সদস্যদের দেওয়া জরুরি জনগুরুত্বপূর্ণ মনোযোগ আকর্ষণীয় নোটিশ নিয়েও আলোচনা হয়।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

জাতীয় সংসদ বিল পাস সংসদ অধিবেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর