রাজধানীতে পুলিশের গুলিতে যুবক অাহত
২ জানুয়ারি ২০১৮ ১০:১৪
ঢাকা: রাজধানীর আদাবর বেরীবাধ এলাকায় পুলিশের গুলিতে সুজন মিয়া (২২) নামের এক যুবক আহত হয়েছে।
মঙ্গলবার ভোড় সাড়ে ৪টার দিকে আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানায়, ভোরে ঢাকা উদ্যান তিন নম্বর গলির মাথায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টের পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দেয়। পালানোর সময় পুলিশ সর্টগান দিয়ে গুলি করে। সর্টগানের গুলি সুজনের ডান পায়ে বিদ্ধ হয়।
পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসে।
সারাবাংলা/জেএএম