পরিত্যক্ত ভবন থেকে যুবকের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর ২০১৮ ১৯:০৫
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশন এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে সাব্বির হোসেন (১৯) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানায়, সাব্বির মিরপুর ১১নম্বর এলাকাতে থাকতো এবং তার চায়ের দোকান ছিল। গতকাল রাতে ৫/৭ জন যুবক সাব্বিরকে পরিত্যক্ত একটি ভবনে ডেকে নিয়ে যায়। পরে তাকে হত্যা করে ২য় তলায় ফেলে রাখে।
ওসি আরও জানায়, সাব্বিরের দুই পা ভাঙা এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আসামি শনাক্ত হয়েছে। তাদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।
সারাবাংলা/এসএসআর/এমও