Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ১০টি গ্রেনেডসহ দুই জঙ্গি গ্রেফতার


২ জানুয়ারি ২০১৮ ১১:১৫ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৮:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম থেকে আশফাকুর রহমান (২১) ও রাকিবুল হাসান (২০) দুইজন জঙ্গিকে গ্রেফতার করেছেন পুলিশ। সোমবার দিবাগত রাত ১২টার দিকে সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ীতে একটি পাঁচতলা ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এ এ এম হুমায়ুন কবির জানিয়েছেন, গ্রেফতারকৃতরা নব্য জেএমবির সদস্য। তাদের কাছ থেকে ৮টি হ্যান্ড গ্রেনেড, ২টি বোমা, ২টি সুইসাইডাল ভেস্ট, ১টি মোবাইল, ১টি ল্যাপটপ ও ১টি ট্যাব জব্দ করা হয়।

হুমায়ুন কবির জানান, গ্রেফতারকৃতদের লক্ষ্য ছিল পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনায় হামলা করা।

বিজ্ঞাপন

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন এ গোয়েন্দা কর্মকর্তা।

 

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর