Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিল সীমান্ত থেকে হিজবুল্লাহ সদস্য গ্রেফতার


২২ সেপ্টেম্বর ২০১৮ ১০:০০

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লার এক সদস্যকে গ্রেফতার করেছে ব্রাজিল পুলিশ। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, আসাদ আহমাদ বারাকাত হিজবুল্লাহর আর্থিক লেনদেনসহ এই সংক্রান্ত বিষয়গুলো পরিচালনা করতেন।

প্যারাগুয়ে ও আর্জেন্টিনা সীমান্তের কাছ থেকে গ্রেফতার করা হয় এই হিজবুল্লাহ সদস্যকে। প্যারাগুয়েতে পরিচয় গোপন করায় তাকে খোঁজা হচ্ছিল। এর আগে কর ফাঁকির অভিযোগে দেশটিতে ছয় বছর কারাবাসও করেছেন তিনি।

আর্জেন্টিনা পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আসাদ হিজবুল্লার পক্ষে প্রায় ৮৪ কোটি টাকা অর্থ পাচার করেছেন।

ব্রাজিল পুলিশ জানিয়েছে, ২০০৮ সালে কারাগার থেকে বের হওয়ার পরও হিজবুল্লাহকে অর্থ সহায়তা চালিয়ে যান তিনি।

ব্রাজিলের সীমান্তবর্তী ফজ দো ইগাছু নামের একটি পর্যটন শহর থেকে আসাদ আহমাদকে গ্রেফতার করা হয়। এই এলাকাটি পর্যটকদের বেশ প্রিয়। বিশেষ করে ঝরর্ণা এবং ক্রান্তীয় জঙ্গল দেখতেই সেখানে আসেন পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটকরা। তবে প্রচুর পরিমাণে মাদক পাচার ও চোরাচালানের জন্যও এই এলাকা পরিচিত।

এলাকাটির অবস্থান ট্রিপল ফ্রন্টিয়ারে। আর্জেনিটনা, ব্রাজিল ও প্যারাগুয়ের সীমান্ত যেখানে মিশেছে সেই স্থানটিই ট্রিপল ফ্রন্টিয়ার হিসেবে পরিচিত। আর এই এলাকায় আরব দেশগুলোর জঙ্গি সংগঠনগুলো কর্মকাণ্ড চালাতে পারে বলে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র।

এর আগে ২০০৬ সালে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট আসাদ আহমাদ বারাকাতকে বিশ্ব সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছিল। সেইসঙ্গে এটাও জানায় যে, ট্রিপল ফ্রন্টিয়ার এলাকায় বসে জঙ্গিবাদে অর্থ সহায়তা করেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

আর্জেন্টিনা ট্রিপল ফ্রন্টিয়ার প্যারাগুয়ে ব্রাজিল হিজবুল্লাহ

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর