Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনযাত্রা ব্যর্থ হয়েছে, বাসযাত্রাও হবে: রিজভী


২২ সেপ্টেম্বর ২০১৮ ১২:৩১

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: নির্বাচনী প্রচারণায় উত্তরবঙ্গে আওয়ামী লীগের ট্রেনযাত্রা ব্যর্থ হয়েছে, এবার দক্ষিণ-পূর্ববঙ্গে বাসাযাত্রাও ব্যর্থ হবে— এমনটি ধারণা করছে বিএনপি।

শনিবার (২২ সেপ্টেম্বর) সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিয়ে কথা বলেন।

নির্বাচনী প্রচারণা এবং সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে গত ৮ সেপ্টেম্বর ট্রেনে চড়ে উত্তর বঙ্গের জেলা নীলফামারী সফর করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই উদ্দেশ্যে শনিবার ( ২২ সেপ্টেম্বর) সকালে বাসে চড়ে দক্ষিণ-পূর্ববঙ্গের জেলা চট্টগ্রাম-কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছে তিনি।

বিষয়টি সম্পর্কে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে রুহুল কবির রিজভী বলেন, ‘ট্রেনযাত্রায় জনগণ তাদেরকে যেভাবে প্রত্যাখান করেছে, যেভাবে বিরক্ত প্রকাশ করেছে এবার বাসযাত্রাও সেভাবে প্রত্যাখান করবে। তাদের ট্রেনযাত্রা ব্যর্থ হয়েছে, বাস যাত্রাও ব্যর্থ হবে।’

‘আওয়ামী লীগ দেশ চালাতে যেমন ব্যর্থ, সুশাসন দিতে যেমন ব্যর্থ, ন্যায় বিচারের ক্ষেত্রে যেমন ব্যর্থ, ঠিক তেমনিভাবে নির্বাচনী প্রচারণায়ও তারা ব্যর্থ হবে। জনগণ তাদের এই একতরফা নির্বাচনী প্রচারণা প্রত্যাখান করেছে, প্রত্যাখান করবে’— বলেন রিজভী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলামসহ অন্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/একে

বিএনপি রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর