জাবিতে ভর্তিচ্ছু বেড়েছে ৭ হাজার ১০১ জন
২২ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৪৪
।। জাবি করেসপন্ডেন্ট।।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য গত বছরের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৭ হাজার ১০১ জন।
শনিবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির কোর কমিটির সদস্য ও ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামান সারাবাংলা’কে এ তথ্য জানান।
মো. ওয়াহিদুজ্জামান জানান, এবার অনলাইনে প্রাথমিক আবেদন করে ৩ লাখ ২২ হাজার ৯৪৬ জন ভর্তিচ্ছু। তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি পরিশোধ করেছে ৩ লাখ ৬ হাজার ২৭৪ জন ভর্তিচ্ছু। ফলে এবার এই ভর্তিচ্ছুরা ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছর এ সংখ্যা ছিল ২ লাখ ৯৯ হাজার ১৭৩ জন।
এবার আবেদন ফি পরিশোধের পর ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) ৬২ হাজার ২১৫ জন, ‘বি’ ইউনিটে (সমাজ বিজ্ঞান অনুষদ) ৩৩ হাজার ৮৯১ জন, ‘সি’ ইউনিটে (কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ ব্যতিত) ৪৬ হাজার ৬৭৫ জন, ‘সি ১’ ইউনিটে (কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) ৮ হাজার ২৫৯ জন, ‘ডি’ ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) ৭১ হাজার ১৫১ জন, ‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ১৮ হাজার ৭৪৪ জন, ‘এফ’ ইউনিটে (আইন অনুষদ) ৩১ হাজার ২৪২ জন, ‘জি’ ইউনিটে (ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিষ্ট্রেশন, আইবিএ-জেইউ) ৯ হাজার ১৯৯ জন, ‘এইচ’ ইউনিটে (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, আইআইটি) ১৭ হাজার ৬৬৭ জন ও ‘আই’ ইউনিটে (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) ৭ হাজার ২৩১ জন ভর্তিচ্ছু ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
তিনি বলেন, আজ (২২ সেপ্টেম্বর) রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশ পত্র সংগ্রহ না করলে পরীক্ষায় অংশ নেওয়া যাবে না।
ভর্তি পরীক্ষার তথ্য www.ju-admission.org ওয়েবসাইটে জানা যাবে।
সারাবাংলা/টিআই/একে