কিডনি ‘খোয়া’ যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি
২২ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৩০
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রওশন আরার দুই কিডনি হারানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান বিষয়টি জানিয়েছেন।
অধ্যাপক ডা. হান্নান বলেন, ‘এ ঘটনায় একটি কমিটি করা হয়েছে যারা বিষয়টি তদন্ত করবে। একইসঙ্গে আরেকটি মেডিকেল বোর্ড করা হয়েছে যারা রোগীর চিকিৎসা চালিয়ে যাবে।’
অস্ত্রোপচারের ঘটনায় মূলত কি হয়েছে জানতে গঠিত ৭ সদস্যের তদন্ত কমিটির প্রধান কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক হারুণ অর রশিদ। অন্য সদস্যরা রয়েছেন- বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম খুরশিদুল আলম, নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আছিয়া খানম, সার্জারি বিভাগের ডিন অধ্যাপক ডা. সিরাজুল করিম, রেডিওলজি বিভাগের অধ্যাপক ডা. ইকবাল হোসেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আমানুর রসুল এবং অতিরিক্ত রেজিস্ট্রার আসাদুল ইসলাম।
অপরদিকে, রওশন আরার চিকিৎসায় গঠন করা হয়েছে একটি ছয় সদস্যের কমিটি। এ কমিটিতে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম, কার্ডিলজি বিভাগের অধ্যাপক হারিসুল হক, ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক জলিল চৌধুরী, সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. তৌহিদুল আলম, নেফ্রোলজি বিভাগের অধ্যাপক শহিদুল ইসলাম সেলিম এবং ইউরোলজি বিভাগের অধ্যাপক মো. হাবিবুর রহমান।
তবে রেজিস্ট্রার আরও জানান, এই দুটি কমিটি এখনও চূড়ান্ত নয়। সন্ধ্যার পর ভিসি এসব কমিটির অনুমোদন দিতে পারেন। এখানে কোনো সংযোজন বা বিয়োজনও হতে পারে। সন্ধ্যার পর এ নিয়ে বিস্তারিত জানানো যাবে।
সারাবাংলা/জেএ/এমও