ঢাবি ‘চ’ ইউনিটের অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত
২২ সেপ্টেম্বর ২০১৮ ১৭:২১ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮ ১৯:২৫
।। সারাবাংলা ডেস্ক ।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ বিএফএ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার দ্বিতীয় ধাপ অঙ্কন অনুষ্ঠিত হয়েছে। এই ইউনিটের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১ হাজার ৫৬৬ জন এই অঙ্কন পরীক্ষায় অংশ নেন।
শনিবার (২২ সেপ্টেম্বর) সকালে চারুকলা অনুষদে অনুষ্ঠিত হয় ‘চ’ ইউনিটের অঙ্কন পরীক্ষা।
সকালে পরীক্ষা শুরু হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, চারুকলা অনুষদের ডিন ও চ-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক নিসার হোসেন এবং প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী তার সঙ্গে ছিলেন।
এর আগে, গত শনিবার (১৫ সেপ্টেম্বর) ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাতে অংশ নেন ১৬ হাজার ৪৮০ জন। একদিন পর সোমবার (১৭ সেপ্টেম্বর) ওই পরীক্ষার ফল প্রকাশ করা হয়। তাতে উত্তীর্ণ হন ১ হাজার ৫৬৬ জন। ‘চ’ ইউনিটে মোট আসন রয়েছে ১৩৫টি।
সারাবাংলা/টিআর