রামপুরায় মাদরাসা থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
২২ সেপ্টেম্বর ২০১৮ ২০:১৪ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮ ২১:০৪
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর রামপুরায় একটি মাদরাসা থেকে সানজিদা রশিদ মিম (১৫) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ওই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মৃত মিম মাদারীপুর জেলার কালকিনি উপজেলার দৌলতপুর গ্রামের হারুন মোল্লার মেয়ে। বর্তমানে পরিবারের সঙ্গে পশ্চিম রামপুরা উলন রোড এলাকায় থাকতো।
নিহতর মা সিমা আক্তার জানান, তার মেয়ে জাতীয় মহিলা মাদরাসায় হাফেজিতে নাজেরায় পড়াশুনা করতো। গত বৃহস্পতিবার রাতে সে বাসা থেকে মাদরাসায় চলে যায় বোর্ডিংয়ে থাকার জন্য। প্রতিদিনের মত আজ বেলা ১১টার দিকে মিমের জন্য ভাত নিয়ে মাদরাসায় গেলে তার মৃত্যুর সংবাদ পাই।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, উলন রোডে অবস্থিত রামপুরা জাতীয় মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল নিহত মিম। ওই মাদরাসার ৫ তলার ছাদের একটি বাথরুম থেকে মিমের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, নিহত মিমের মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এই ঘটনায় মাদরাসার এক শিক্ষিকাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এমও