ইয়াবা নিয়ে আটক মডেল কন্যাসহ ৩
২২ সেপ্টেম্বর ২০১৮ ২০:৫৩
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: কক্সবাজার থেকে ফেরার পথে ইয়াবা নিয়ে র্যাবের হাতে আটক হয়েছেন এক মডেল কন্যাসহ তিন জন। তারা বেড়াতে এসেছিলেন বলে দাবি করেছেন র্যাবের কাছে।
শনিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার শান্তিরহাটে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
র্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক তিন জন হলেন— মডেল কন্যা সুমাইয়া আক্তার (১৯), তার বন্ধু অর্পণ দাশ (৩০) ও গাড়িচালক মো. শরীফ (৩২)।
র্যাব কর্মকর্তা মিমতানুর রহমান সারাবাংলাকে বলেন, আটক তিন জন ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। শনিবার বিকেলে তারা প্রাইভেট কারে চড়ে চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছিলেন। সেখান থেকে তাদের ঢাকায় ফেরার কথা ছিল।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অর্পণ নিজেকে ‘আর্টিস্ট’ ও সুমাইয়া ‘মডেল’ হিসেবে পরিচয় দিয়েছেন বলে জানান মিমতানুর রহমান।
সারাবাংলা/আরডি/টিআর