কালশী বস্তিতে চলছে যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযান
২৩ সেপ্টেম্বর ২০১৮ ১৪:২৩
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার কালশী বস্তিতে যৌথবাহিনীর সমন্বয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে এ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন অধিদপ্তরের গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম শিকদার।
অভিযানে এখন পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমান গাঁজা জব্দ করা হয়েছে। তবে মূল অপরাধীরা খবর পেয়ে পালিয়ে গেছে বলে ধারণা করছে অভিযান পরিচালনাকারীরা।
নজরুল ইসলাম শিকদার সারাবাংলাকে বলেন, ‘আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল কালশী বস্তিতে মাদক কেনাবেচা হয়। সেজন্য আমাদের ১৫ দিনের মাদকবিরোধী কর্মসূচির আওতায় আজ এ অভিযান চলছে। এখন পর্যন্ত ২ জনকে বিপুল পরিমান গাঁজাসহ আটক করা হয়েছে। তবে মূল অপরাধীরা খবর পেয়ে আগেই কেটে পড়েছে।’
তিনি আরও বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ২ জন ডেপুটি ডাইরেক্টর, উত্তর ও দক্ষিণের এডি, ২ জন পুলিশের ডিসি ও দুইজন এসিসহ প্রায় ২৫০ জন সদস্যের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হচ্ছে।’
‘এখন দুপুরের বিরতি চলছে। বিরতি শেষে পুনরায় কার্যক্রম চলবে’, বলেও জানান তিনি।
সারাবাংলা/এসএইচ/এমও