Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিমকোর্ট দিবসে রক্তদান কর্মসূচির উদ্বোধন


২ জানুয়ারি ২০১৮ ১২:১৯

স্টাফ করেসপন্ডেন্ট,

ঢাকা: বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম ‘সুপ্রিমকোর্ট দিবস’ উৎযাপন উপলক্ষে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা।

মঙ্গলবার (০২ জানুয়ারি) হাইকোর্ট বিভাগের এনেক্স ভবনের পাশে বেলুন উড়িয়ে রক্তদান কর্মসুচির উদ্বোধন করা হয়।

পরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা বলেন, সুপ্রিমকোর্ট দিবসে রক্তদান কর্মসুচি খুবই আশা ব্যঞ্জক একটি ঘটনা। রক্ত খুবই প্রয়োজন। প্রতিমাসে আইনজীবী সমিতির উচিত এমন রক্তদান কর্মসূচির আয়োজন করা। যাতে একটি ব্লাড ব্যাংক তৈরি হয়।’

গত ২৫ অক্টোবর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞার সভাপতিত্বে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়। ফুলকোর্ট সভায় সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত হয় যে, স্বাধীন বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রথম যে দিন উচ্চ আদালতের কার্যক্রম শুরু হয়েছিল (১৯৭২ সালের ১৮ ডিসেম্বর)। সেইদিন অর্থাৎ ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস পালন করা হবে। তবে যেহেতু এছরের ১৮ ডিসেম্বর অবকাশকালীন ছুটি ঘোষিত আছে। সেহেতু ২ জানুয়ারি ২০১৮ সালের এই দিবসটি পালন করার ঘোষণা করা হয়।

দিবসটি পালনে আপিল বিভাগরে বিচারপতি মির্জা হোসেইন হায়দারকে প্রধান করে পাচঁ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

 সারাবাংলা/এজেডখান/জেএএম


বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮

সম্পর্কিত খবর