Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রযুক্তিগতজ্ঞান ছাড়া দক্ষ প্রশাসন গড়ে তোলা সম্ভব না’


২৩ সেপ্টেম্বর ২০১৮ ১৮:০৯

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, বর্তমান সময়ে আধুনিক তথ্য-প্রযুক্তির জ্ঞান সম্পন্ন জনবল ছাড়া দক্ষ প্রশাসন গড়ে তোলা সম্ভব না। আর দক্ষতা অর্জনে বিষয়ভিত্তিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

রোববার (২৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে তথ্য-প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সনদ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে মোট তিনটি ব্যাচে হাইকোর্ট বিভাগ প্রশাসনের ৬০ জন কর্মকর্তা ও কর্মচারিদের প্রশিক্ষণ দেওয়া হয়। এতে সহায়তা করে জাতিসংঘের উন্নয়ন সংস্থা (ইউএনডিপি)।

তিনি বলেন, আইটি সংক্রান্ত বিষয়ে আদালতের কর্মকর্তারা যে জ্ঞান অর্জন করেছেন তা সত্যিই প্রশংসনীয়। অন্যদিকে প্রশিক্ষণ দিতে এসে আইটি বিশেষজ্ঞরাও বিদ্যমান আইন সম্পর্কে অনেক কিছু জেনে গেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ প্রশিক্ষণ কোর্স কাজের গুণগতমান আরও বাড়িয়ে দেবে। মামলা ব্যবস্থাপনা এবং দাফতরিক কর্মপরিকল্পনার সক্ষমতা অর্জনসহ সামগ্রিক দক্ষতা বাড়বে।

আপীল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী।

সারাবাংলা/এজেডকে/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ

দশম গ্রেড দাবি করায় ৬৪ অডিটরকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৫

সম্পর্কিত খবর