ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি ড. কামালের
২৩ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৫৯
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনকে কালাকানুন অভিহিত করে এই আইন বাতিলের দাবি জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। এই আইনে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই যেকোনো ব্যক্তিকে তল্লাশি, জব্দ ও গ্রেফতার করতে পুলিশকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, তার নিন্দাও জানিয়েছেন তিনি।
রোববার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আরামবাগে ইডেন কমপ্লেক্সে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
সভায় ড. কামাল বলেন, আসন্ন সংসদ নির্বাচনের আগেই সংসদ ভেঙে দিয়ে দল-নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। গণতন্ত্র, আইনের শাসন ও একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে আজ সারাদেশে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, তা জেলা-উপজেলা থেকে গ্রাম পর্যায় পর্যন্ত ছড়িয়ে দিতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, গণফোরামের কেন্দ্রীয় নেতা মফিজুল ইসলাম খান কামাল, অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন, মোকাব্বির খান, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমেদ, রফিকুল ইসলাম পথিক, অ্যাডভোকেট মো. জানে আলমসহ অন্যরা।
ফাইল ছবি
সারাবাংলা/এএইচএইচ/টিআর