Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএমএমইউয়ে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট


২৩ সেপ্টেম্বর ২০১৮ ২২:২৩

আগুন (প্রতীকী ছবি)

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ‘বি’ ব্লকের নিচতলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

রোববার (২৩ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে হাসপাতালের ‘বি’ ব্লকের নিচতলায় আগুন লাগে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্তব্যরত কর্মকর্তা কামরুল হাসান। আগুন নিয়ন্ত্রণে ৯টি ইউনিট কাজ করছে বলে জানান তিনি।

কামরুল হাসান বলেন, হাসপাতালের ‘বি’ ব্লকের নিচতলায় হাসপাতালের বেড শিট ও বিভিন্ন কাপড়-চোপড় রাখা থাকে। রাত সোয়া ৯টার দিকে সেখানে আগুন লাগে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও জানতে পারিনি।

বিএসএমএমইউয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার সারাবাংলাকে বলেন, ‘হাসপাতালের লিলেন বিভাগে আগুন লেগেছে। সেখানে হাসপাতালের সব ধরনের কাপড়-চোপড়, বেডিশিট ইত্যাদি ধোয়া ও ইস্ত্রি করার জন্য রাখা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। আমরা এখনও জানতে পারিনি কী পরিমাণ ক্ষতি হয়েছে।’

প্রতীকী ছবি

সারাবাংলা/এসএইচ/জেএ/টিআর

বিএসএমএমইউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর