রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
২৪ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৪৮
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর মিরপুরের বেড়িবাঁধ এলাকায় একদল মাদক ব্যবসায়ীর সঙ্গে র্যাব-২ এর বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। কথিত এই বন্দুকযুদ্ধে ২ জন র্যাব সদস্যও আহত হয়েছে বলে জানা গেছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে এ ঘটনা ঘটে। তথ্যটি সারাবাংলাকে নিশ্চিত করেছেন র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) সাইফুল মালিক। ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এএসপি সাইফুল মালিক সারাবাংলাকে বলেন, ‘আজ দিবাগত মধ্য রাতে গোপনের তথ্যের ভিত্তিতে র্যাব-২ অভিযান চালালে মাদক ব্যবসায়ীরা র্যাব সদস্যদের উদ্দেশে গুলি ছুঁড়ে। এতে র্যাবও পাল্টা গুলি ছুঁড়লে অজ্ঞাত ওই ব্যক্তি নিহত হয়।’ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
তবে আহত ২ র্যাব সদস্যের পরিচয় ও নিহত ব্যক্তির নাম পরিচয় সম্পর্কে এখনও কিছু জানাতে পারেননি তিনি।
সারাবাংলা/এসএইচ/এমও