Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খিলক্ষেতে বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার


২৪ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৩২

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর খিলক্ষেতের নামাপাড়া এলাকার একটি বাসা থেকে রিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে খিলক্ষেত পূর্ব নামাপাড়া একটি বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, সকালে খবর পেয়ে ওই বাসায় গিয়ে তালা ভেঙে রিমার মৃতদেহ পাই। রাতের যেকোন সময় নিহত রিনার স্বামী পিন্টু ইসলাম তাতে শ্বাসরোধে হত্যা করে বলে ধারণা করছি। ওই গৃহবধূর মাথায় আঘাতের চিহ্নও রয়েছে।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/এসএসআর/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর