Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দা হাতে আগাছা পরিষ্কার করলেন কুবি উপাচার্য


২৪ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৫৭

।। কুবি করেসপন্ডেন্ট।।

কুবি: ‘এসো হাত ধরি, ক্যাম্পাস পরিষ্কার করি’ এই স্লোগানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ আয়োজিত ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে দা নিয়ে ক্যাম্পাসের আগাছা পরিষ্কার করলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এ ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচি-২০১৮ আয়োজন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

কর্মসূচির উদ্বোধনকালে উপাচার্য বলেন,‘আমাদের ক্যাম্পাস আমাদেরই পরিষ্কার করতে হবে। আমি চেষ্টা করছি বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো সমাধান করার। আশা করছি অল্পের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের চলমান সমস্যাগুলোর খুব দ্রুতই সমাধান হবে।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের উপস্থাপনায় ও সভাপতি ইলিয়াস হোসেন সবুজের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মো. জিয়া উদ্দিন, বিভিন্ন বিভাগের শিক্ষকরা, অফিসার্স এসোসিয়েশনের নেতারা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ শিক্ষার্থীদের সাথে নিয়ে বিভিন্ন সময়ে ক্যাম্পাসের সমস্যাগুলো সমাধানে ভূমিকা রেখে আসছে। তারই ধারাবাহিকতায় ছাত্রলীগের নেতাকর্মীদের এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর