Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবা-মা হত্যায় ছেলের যাবজ্জীবন


২৪ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৪০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

পঞ্চগড়: পঞ্চগড়ে বাবা-মাকে হত্যার দায়ে ছেলে মঞ্জুরুল হাসান শান্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আনিছুর রহমান এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ২২ মার্চ পঞ্চগড় জেলা শহরের পুরাতন ক্যাম্প ভাই ভাই মঞ্জিলের বাসায় ছেলে শান্ত প্রকাশ্যে তার বাবা  মুক্তিযোদ্ধা মিজানুর রহমান ও মা সুলতানা বেগমকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। খবর পেয়ে পঞ্চগড় থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত শান্তকে ধরতে গেলে পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফ ও এএসআই এনামুল ছুরির আঘাতে আহত হন। তাৎক্ষণিক পুলিশ শান্তকে আটক করে জেল হাজতে পাঠায়। এ ঘটনায় ওই দিনই মৃতের বড় ছেলে আখতারুজ্জামান সাগর বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রঞ্জু আহম্মেদ গত ২০১৫ সালের ৩১ জুলাই আদালতে চার্জশিট দেন। দীর্ঘদিন সাক্ষীদের জেরা ও বিচারিক প্রক্রিয়া শেষে আজ সোমবার পঞ্চগড় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আনিসুর রহমান আসামীর উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

বাদী পক্ষের আইনজীবী (এপিপি) অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ও আসামি পক্ষে অ্যাডভোকেট বলরাম গুহ ঠাকুরদা মামলা পরিচালনা করেন।

সারাবাংলা/এমএইচ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর