Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ


২৪ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৫১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

মাদারীপুর: নাব্যতা সংকটের কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ঘাটের উভয় পাড়ে তিন শতাধিক যানবাহন আটকা পড়েছে। স্বল্প পরিসরে লঞ্চ চলাচল করছে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, নাব্যতা কাটাতে ড্রেজার দিয়ে ড্রেজিং করা হচ্ছে লৌহজং চ্যানেল ও বিকল্প চ্যানেলে। এর আগে চ্যানেলের মুখে কয়েকটি ফেরি আটকে যায়। এতে বন্ধ হয়ে যায় দেশের গুরুত্বপূর্ণ এই নৌরুট। পরে ফেরিগুলো আবার শিমুলিয়া ঘাটে যানসহ ফেরত আসে।

ঘাটে আটকা পড়া যাত্রীরা জানান, নতুন এ চ্যানেলটি দিয়ে ফেরি চলাচল শুরু হলেও এটি দিয়ে খুব বেশি দিন ফেরি চালানো সম্ভব হবে বলে মনে হয় না।চ্যানেলের মাথায় উজান থেকে যে পরিমাণ আড়ি (পলি) নেমে ডুবো চরের সৃষ্টি হচ্ছে তাতে করে এ চ্যানেলটিও যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে।

বিআইডব্লিটিসির কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম বলেন, সোমবার বিকেল থেকে নৌপথের সরু চ্যানেলে ড্রেজার বসিয়ে খনন কাজ করা হচ্ছে। কাজের সুবিধার জন্য এই রুটে সকল ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুত এ সমস্যার সমাধান করা হবে।

সারাবাংলা/এমএইচ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর