Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ অক্টোবর আইনজীবীদের সঙ্গে সাক্ষাত করবেন প্রধান বিচারপতি


২৪ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৫৬

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে আগামী ১ অক্টোবর সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সকল আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।

সোমবার (২৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস ০১ অক্টোবর সোমবার সকালে সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত মুল ভবনের ভেতরের লনে অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।

উল্লেখ্য দীর্ঘ দেড় মাস অবকাশের পর আগামী ১ অক্টোবর থেকে সুপ্রিমকোর্টের নিয়মিত কার্যক্রম শুরু হবে।

নিয়ম অনুযায়ী প্রতি অবকাশের পর প্রধান বিচারপতি আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ সকল আইনজীবীদের মধ্যে সৌজন্য সাক্ষাত হয়।

গত ১৫ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেড় মাস সুপ্রিমকোর্টে অবকাশকালীন ছুটি ছিল।  তবে এ সময়ে বিশেষ মামলা পরিচালনায় অবকাশকালীন কোর্ট বসেছে।

সারাবাংলা/এজেডকে/একে


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর