ইভিএম অপব্যবহারে থাকছে জেল-জরিমানা
২৫ সেপ্টেম্বর ২০১৮ ১০:৩৬
।। গোলাম সামদানী, স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) অপব্যবহারের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ করে ইভিএম ব্যবহারের ক্ষেত্রে কেউ যাতে কোন ধরনের অপ্রযোগ করতে না পারে সেজন্য শস্তির বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের উদ্যোগ নিয়েছেন কমিশন।
সংশোধিত আরপিওতে ইভিএমের অপব্যবহার করলে সর্বোচ্চ ৭ বছরের জেলের বিধান রাখা হয়েছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) ইসির আইন সংস্কার কমিটির প্রধান ও নির্বাচন কমিশনার কবিতা খানম সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কবিতা খানম বলেন, ‘আমাদের প্রযুক্তির ব্যবহারের দিক থেকে পিছিয়ে পড়লে চলবে না। আর এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কেউ যাতে এর কোনো অপব্যহার করতে না পারে সেজন্য শাস্তির বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। কোনভাবেই ইভিএম ব্যবহারের সময় কেউ যাতে এর অপব্যবহার করতে না পারে কমিশন সতর্ক অবস্থান নিয়েছে।’
তিনি বলেন, ‘এরইমধ্যে আরপিও সংশোধন করে স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনেও ইভিএম ব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি সংশোধিত আরপিওতে ইভিএম অপব্যবহারের শাস্তির বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।’
ইসি কমিশনার বলেন, ‘ইভিএম ব্যবহারের মাধ্যমে কেউ যদি কাউকে জাল ভোট দিতে সুযোগ করে দেয়, কিংবা কোনো ধরনের অপপ্রযোগ করে তাহলে সর্বোচ্চ সাত বছর ও সর্বনিম্ন তিন বছর জেলের বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। এছাড়া অর্থদণ্ডের বিধানও রাখা হয়েছে।’
কবিতা খানম বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি পর্যায়ক্রমে সব স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে ইভিএম ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে কমিশনের। ফলে ইভিএম অপব্যবহারের শাস্তির বিধানটিও সংশোধিত আরপিওতে নিয়ে আসা হয়েছে।’
তিনি বলেন, ‘প্রচলিত আইনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা যায় কিন্তু কিন্তু মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই। কিন্তু এবার আপিল গ্রহণের বিরুদ্ধেও সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে।’
ইসি কমিশনার বলেন, ‘সংশোধিত আরপিওতে প্রার্থীদের আয়কর শনাক্তকনণ নম্বর (টিআইএন) যুক্ত করা, অনলাইনের মাধ্যমে মনোনয়নপত্র জমা দেওয়াসহ মোট ১২টির বেশি সংশোধনী আনা হয়েছে। মূলত নির্বাচনে আরো বেশি স্বচ্চ ও জবাবদিহিতা নিশ্চিত করতে এসব সংশোধনী প্রস্তাব আনা হচ্ছে।’
উল্লেখ্য স্থানীয় সরকার নির্বাচনে ইসির ইভিএম ব্যবহারের সুযোগ থাকলেও এতোদিন সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের কোনো সুযোগ ছিল না। ফলে সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্ত করতে ইসির গত ৩০ আগস্ট গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী আনা হয়।
সংশোধিত আরপিওতে স্থানীয় সরকারের পাশাপাশি সংসদ নির্বাচনেও ইভিএম ব্যবহার করার বিধানটি যুক্ত করা হয়েছে। সংশোধিত আরপিও প্রস্তাবনাটি পরবর্তীতে আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে।
ভেটিংয়ের পর এটি মন্ত্রিসভায় অনুমোদন হয়ে সংসদে যাবে। সংসদে পাস হলে এটি আইনে পরিণত হবে। এদিকে আরপিও সংশোধনের আগেই দেড় লাখ ইভিএম কেনার জন্য ৩ হাজার ৮২৯ কোটি টাকার প্রকল্প হাতে নেয় ইসি। গত ১৮ সেপ্টেম্বর দেড় লাখ ইভিএম কেনার জন্য প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে অনুমোদন দেওয়া হয়।
সারাবাংলা/জিএস/একে