Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাস্তায় বাস রেখে এনা পরিবহনের অবরোধ, দুই ঘণ্টা পর যান চলাচল শুরু


২৫ সেপ্টেম্বর ২০১৮ ০০:১০

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় বাস শ্রমিকদের সড়ক অবরোধের দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে সকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে হর্ন বাজানোকে কেন্দ্র করে বাস শ্রমিকদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ-ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে এনা পরিবহনের চালক মো. আকতার হোসেন আহত হন। এ ঘটনার প্রতিবাদে এনা পরিবহনের অন্য চালকরা মহাখালীর রাস্তায় এলোপাতাড়ি বাস রেখে সড়ক অবরোধ রাখেন। তাদের অবরোধের সঙ্গে যোগ দেন অন্য পরিবহনের শ্রমিকরাও।

বাস শ্রমিকদের অবরোধের কারণে মহাখালী, সাতরাস্তা, নাবিস্কো, বনানী, গুলশান, ওয়ারলেস এলাকার সড়কগুলোয় তীব্র যানজট দেখা দেয়। মহাখালী সড়কের দুই পাশ দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল থেমে যায়।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ গিয়ে দুই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত সোয়া ১২টার দিকে মহাখালী দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

মহাখালী শ্রমিক ইউনিয়নের দফতর সম্পাদক গিয়াস উদ্দিন ভুইয়া বলেন, ‘আগামীকালের মধ্যে হামলাকারীদের বিচার না হলে টারমিনাল থেকে কোনো গাড়ি বের হবে না এবং চালকেরা রাস্তায় অবস্থান নেবে।’

মহাখালী মহাখালী শ্রমিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন বলেন, ‘পরিবহন শ্রমিকদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই হারুন বলেন, ‘মালিকপক্ষকে ডাকা হয়েছে। আমরা সমস্যার পুরোপুরি সমাধানের চেষ্টা করছি।’

ট্রাফিক উত্তর বিভাগের ডিসি প্রদীপ কুমার এ বিষয়ে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। আশা করি আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।’

সারাবাংলা/এমএইচ/ইএইচটি/একে


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর