Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যান চলাচল স্বাভাবিক হয়েছে মহাখালিতে


২৫ সেপ্টেম্বর ২০১৮ ১১:৫২

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বাস চালককে মারধরের ঘটনায় একজনকে আটকের পর অঘোষিত ধর্মঘট তুলে নিয়ে বাস চালানো শুরু করেছে পরিবহন শ্রমিকেরা।

আজ মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

বাস চালককে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একরাম হোসেনকে (২৬) আটকের পর পরিবহস শ্রমিকরা বাস চালানো শুরু করে।

রাস্তায় বাস রেখে এনা পরিবহনের অবরোধ, দুই ঘণ্টা পর যান চলাচল শুরু

এর আগে ২৪ সেপ্টেম্বর, সোমবার রাত ১০টার দিকে টার্মিনালের পাশের একটি পাম্প স্টেশনে তেল নিতে গিয়ে গাড়ির হর্ন বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে এনা পরিবহনের একজন চালকের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে এনা পরিবহনের একজন বাসের চালক আকতার হোসেনকে পিটিয়ে আহত করে স্থানীয়রা। পরে অন্যান্য শ্রমিকরা এসে আকতারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে রাত ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত পরিবহন চালানো বন্ধ করে দেয়। এতে চরম ভোগান্তিতে পড়ে ঢাকা-টাঙ্গাইল-ময়মনসিংহসহ দূর পাল্লার যাত্রীরা। রাতে যান চলাচল স্বাভাবিক হলেরও সকাল থেকে আবার বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম সারাবাংলাকে বলেন, কিছুক্ষণ আগে হামলাকারীদের একজনকে আটক করেছে বলে আমাদের নিশ্চিত করেছে পুলিশ। এ কারণে আন্দোলন প্রত্যাহার করে গাড়ি চলাচল শুরু হয়েছে। শ্রমিকরা গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

সারাবাংলা/এসটি/এমআই


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর