বড় অংক লেনদেনে পুলিশের সহায়তা নিন: ডিবি
২ জানুয়ারি ২০১৮ ১৪:৫৪
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) যুগ্ম-কমিশনার মো. আব্দুল বাতেন বলেছেন, যখন বড় অংকের টাকা লেনদেন হয় তখন তাদের টার্গেট করে ওৎ পেতে থাকে অপরাধ চক্ররা। তাই এ সময় পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ দেই আমরা।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
এর আগে, ডিবির দক্ষিণ বিভাগ কোতয়ালি এলাকার এক স্বর্ণ ব্যবসায়ীর ৫২ লাখ টাকা ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে। সোমবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হয়া ডাকাতরা হল, মো. মাসুদ গাজী, মো. ইদ্রিস ওরফে বাবু ফরাজী, মো. আসাদ ও মো. ফারুক আহম্মেদ। তাদের কাছ থেকে ১৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
গত ১৪ ডিসেম্বর কোতয়ালীর রায় সাহেব বাজারের পপুলার ডায়গনস্টিক সেন্টারের সামনে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৫১ লাখ ৬৭ হাজার ডাকাতি হয়। ১০-১১ জন ডাকাত এসে এ ঘটনা ঘটায়।
আব্দুল বাতেন জানান, গ্রেফতার হয়া ডাকাতরা ডাকাতির কথা স্বীকার করেছে। এরা এর আগে ভুয়া ডিবি পরিচয় দিয়ে বিভিন্ন চাঁদাবাজি, ছিনতাই ও অপহরণ করেছে। তাদের গ্রেফতার করা হয়েছিল। জামিনে ছাড়া পেয়ে তারা আবার ডাকাতির ঘটনা ঘটায়।
তিনি আরও বলেন, আমরা সব সময়ই গার্মেন্টস অথবা ব্যাংকের মালিকদের বড় অংকের টাকার লেনদেনের সময় স্থানীয় থানা পুলিশের সহায়তা নিতে বলছি। কিন্তু তারা সহায়তা নিচ্ছেন না। এ ধরণের ছিনতাই, ডাকাত, অপহরণ চক্রের সদস্যরা বড় অংকের টাকা লেনদেনের সময় টার্গেট করে ওৎ পেতে থাকে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবির যুগ্ম-কমিশনার বলেন, কেউ আইনের উর্ধ্বে নয়। ডিবি পরিচয়ে কেউ কোনো অপরাধ করলে অবশ্যই তদন্ত করা হবে। যদি অপরাধের প্রমাণ মিলে তাহলে শাস্তি দেওয়া হবে।
সারাবাংলা/এসআর/এমএ