Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু


২৫ সেপ্টেম্বর ২০১৮ ১২:৫৬

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর তেজগাঁয়ে ট্রেনে কাটা পড়ে পলক নামে পাঁচ বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত পলক তেজগাঁও ট্রাকস্ট্যান্ড কালাম বস্তির বাসিন্দা পারভেজ আলীর মেয়ে। পলকের বাবা একজন ট্রাক চালক। সে বাবা মায়ের এক মাত্র কন্যা।

পলকের নানি হেনা বেগম জানান, সকালে বাসা থেকে নাতনি পলককে নিয়ে তেজগাঁও রেল লাইনের পাশে বাজার করতে বের হন। এ সময় পলক রেললাইনের পাশে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর বাজার থেকে বের হয়ে তিনি দেখেন দুই পা ও মাথায় আঘাত পেয়ে রাস্তায় পড়ে আছে পলক। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। পরে দায়িত্বরত চিকিৎসক পলককে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর