Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থবছরের প্রথম ছয় মাসে রেমিটেন্স বেড়েছে


২ জানুয়ারি ২০১৮ ১৫:৩০

ঢাকা: খরা থেকে বের হয়ে দেশে রেমিটেন্স আসা বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রেমিটেন্স বা প্রবাসী অায় এসেছে ৬৯৩ কোটি ডলার। এই সময় প্রবাসী আয় বেড়েছে গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৪৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

২০১৭ সালের ডিসেম্বরে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ১১৬ কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন। যা ২০১৬ সালের ডিসেম্বর মাসের চেয়ে প্রায় ২২ শতাংশ বেশি। তবে, নভেম্বর মাসের চেয়ে ডিসেম্বর মাসে পাঁচ কোটি ডলার রেমিটেন্স কম এসেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, প্রবাসীরা গত নভেম্বর মাসে রেমিটেন্স পাঠিয়েছেন ১২১ কোটি ৪৭ লাখ ডলার। এর আগে অক্টোবরে পাঠিয়েছিলেন ১১৫ কোটি ৯০ লাখ ডলার।

গত অক্টোবর থেকে রেমিটেন্স বাড়তে শুরু করেছে। অক্টোবর মাসে রেমিটেন্স আসে ১১৫ কোটি ৯০ লাখ ডলার। এরপর থেকেই বাড়তে থাকে রেমিটেন্স আসার পরিমাণ।

সারাবাংলা/জেএএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর