বিদ্যুৎস্পৃষ্টে রড মিস্ত্রির মৃত্যু
২৫ সেপ্টেম্বর ২০১৮ ১৫:০০
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানের পাশে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে সজিব বেপারী (২০) নামে এক রড মিস্ত্রীর মারা গেছেন।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত সজিব মাদারীপুর সদর উপজেলার কুলোপুদ্দি গ্রামের মৃত ইসকেন বেপারীর ছেলে।
সজিবের চাচাতো ভাই আ. রহিম বেপারী জানান, তারা কবস্থানের পাশে দুর্গামন্দির গলির একটি দ্বিতীয় তলা নির্মাণাধীন ভবনে রডের কাজ করছিলো। ভবনের নিচে মেশিন দিয়ে রড কাটছিলো সজিব। এসময় মেশিন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে আহত হয়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এমএইচ