Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শৃঙ্খলা ভঙ্গের দায়ে জবির দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার


২৫ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৪৫

।। জবি করেসপন্ডেন্ট ।।

বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের সাথে খারাপ আচরণ ও শৃঙ্খলা মেনে না চলার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। শিক্ষার্থীরা হলেন, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের দর্শন বিভাগে অধ্যয়নরত মেহেদী হাসান এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মাসফিক খান আদর।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্ততিতে বলা হয়, অভিযুক্তরা গত ১৩ সেপ্টেম্বর ২০১৮ তারিখ ‘দূর্জয়’ বাসে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৬ শিক্ষার্থীর সাথে দুর্ব্যবহার করে ও গায়ে হাত তোলে। শিক্ষার্থী মারধরের ঘটনায় প্রাথমিক তদন্ত রিপোর্টে অভিযুক্তদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এই ধরনের আচরণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুলভ নয়।

শৃঙ্খলা পরিপন্থী এই আচরণের জন্য দর্শন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মেহেদী হাসান (আইডি # ই১৬০১০৬০৪৮) এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মাসফিক খান আদরকে (আইডি # ই১৬০৩০৫০৩৭) কে সাময়িকভাবে বহিস্কার করা হয়।

সারাবাংলা/এনএইচ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী বহিষ্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর