দৃষ্টি প্রতিবন্ধী বিতার্কিকদের সংবর্ধনা দিল ডিবেট ফর ডেমোক্রেসি
২৫ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৫৪
।। সারাবাংলা ডেস্ক ।।
ঢাকা : পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিল্প-সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত করাসহ মূল ধারায় আনতে প্রথমবারের মত ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজন করেছিল দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ‘যুক্তির আলোয় দেখি’।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর এফডিসিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার আপ ও তৃতীয় স্থান অধিকারী দলের শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বছরব্যাপী অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। রানার আপ ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে ইডেন মহিলা কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সেরা ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের দৃষ্টি প্রতিবন্ধী বিতার্কিকরা অংশ নেন।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাষ্ট্রির চেয়ারম্যান ডা. শহিদুল কাদির পাটোয়ারী।
সংবর্ধনা অনুষ্ঠানে তত্ত্বাবধয়াক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান বলেন, প্রতিবন্ধীরা অন্যদের তুলনায় সাধারণত বেশি মেধাবী হয়। দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে তৈরি অনেক কুটির শিল্প খুবই সুনিপুন। তাদের সুরক্ষায় সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রদানে এগিয়ে আসা উচিত। আমি ব্যক্তিগতভাবে সব সময় তাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। প্রয়োজন অনুযায়ী যথা সাধ্য করবার চেষ্টা করব।
ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘আমি মনে করি সরকারি চাকরিসহ সর্বক্ষেত্রে প্রকৃত প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য ৩% থেকে ৫% কোটা রাখা উচিত। বেসরকারি প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের কর্মসংস্থান করলে তাদেরকে কর সুবিধাসহ প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া যেতে পারে। আগামী জাতীয় সংসদে প্রতিবন্ধী জনগোষ্ঠীর পক্ষে কথা বলার জন্য ২/৩টি সংরক্ষিত আসন রাখার যেতে পারে।
এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান প্রতিবন্ধী জনগোষ্ঠীর ভাতা বৃদ্ধি, বিশেষ বরাদ্দ, প্রয়োজনীয় শিক্ষা বৃত্তিসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি তার গণমাধ্যম এটিএন বাংলা ও এটিএন নিউজের মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠীর বিশেষ অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট, ট্রফি ও সার্টিফিকেটসহ চ্যাম্পিয়ন দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী বিতার্কিকদের দুই লাখ টাকা, রানার আপ দল ইডেন মহিলা কলেজকে এক লাখ টাকা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ৫০ হাজার টাকা দেওয়া হয়।
সারাবাংলা/এসএমএন