Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় ঐক্যের নামে যা হচ্ছে তা জাতির জন্য হুমকি: শাজাহান খান


২৫ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৩০

।। স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট।।

ঢাকা: বিকল্পধারা সভাপতি বদরুদ্দোজা চৌধুরীর ‘যুক্তফ্রন্ট’, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’ এবং বিএনপি মিলে জাতীয় ঐক্যের নামে যে রাজনৈতিক সমীকরণ শুরু হয়ে তা জাতির জন্য হুমকি বলে মন্তব্য করেছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে ১৪ দলের মতবিনিময় সভায় উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন, ‘ঐক্যের নামে যেটা হচ্ছে সেটা জাতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আদর্শবিহীন কোনো ঐক্য হতে পারে বলে আমি মনে করি না। ’

তাদের ঐক্য কীসের ভিত্তিতে? প্রশ্ন রেখে শাজাহান বলেন, ‘আমি মনে করি এটি একটা চক্রান্ত। এ চক্রান্তকে নস্যাৎ করার জন্য ১৪ দল, আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়িত্ব নিতে হবে।’

তি‌নি আরও ব‌লেন, ‘১৪ দলকে ধন্যবাদ জানাব, সময় উপযোগী এ আয়োজন করার জন্য। ২০১৩ সালে বিএনপি যখন জ্বালাও-পোড়াও রাজনীতি শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ডেকে দায়িত্ব দিয়েছিলেন। আমি সেদিন গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে সকল শ্রমিক সংগঠনগুলোকে একসঙ্গে ডেকে বিএনপির ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম৷ এখানে শিরিন আক্তার আছেন সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে পদক্ষেপ নিয়েছিলাম।  ঐক্যবদ্ধভাবে সমাবেশ করেছিলাম। তারপরেই কিন্তু বিএনপি’র জ্বালাও-পোড়াও বন্ধ হয়েছিল। সেদিন দল-মত নির্বিশেষে জাসদ-বাসদ-জাতীয় পার্টি থেকে শুরু করে সবাই ঐক্যবদ্ধ হয়ে ছিলাম।’

যে কোনো পরিস্থিতিতে ও ষড়যন্ত্র মোকাবিলায় ১৪ দল শ্রমিক সংগঠনগুলোকে পাশে পাবে জানিয়ে শাহজাহান বলেন, ‘বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে। তার বিরুদ্ধে আমরা সোচ্চার আছি। আপনারা বলবেন কী করতে হবে, আমরা সেই নির্দেশনামত কাজ করব।’

অক্টোবর মাসকে রাজনীতির জন্য চরম গুরুত্বপূর্ণ মন্তব্য করে তিনি বলেন, ‘এখন আর ঘরে বসে থাকার সময় নেই। আমাদের মাঠে নামতে হবে। অক্টোবর মাস খুবই গুরুত্বপূর্ণ, এই মাসেই আগামী নির্বাচনের পটভূমি তৈরি হয়ে যাবে  এই মাসেই আমরা নৌকাকে বিজয়ী করার পথ তৈরি করতে করব।’

সারাবাংলা/এমএমএইচ/একে

আরও পড়ুন

ড. কামাল পাকিস্তানের লোক

জাতীয় ঐক্য প্রক্রিয়া ড. কামাল নৌ পরিবহন মন্ত্রী বি চৌধুরী শাজাহান খান


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর