Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোংরা পরিবেশ, কুড়িগ্রামে আইসক্রিম কারখানাকে জরিমানা


২৫ সেপ্টেম্বর ২০১৮ ১৯:১৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কুড়িগ্রাম : অপরিচ্ছন্ন পরিবেশে মান নিয়ন্ত্রণ ছাড়াই আইসক্রীম উৎপাদন ও বিক্রি অব্যাহত রাখায় কুড়িগ্রামের একটি আইসক্রিম কারখানাকে সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম শহরের রিভারভিউ স্কুল মোড়ে মেসার্স হ্যাপি আইসক্রীম ফ্যাক্টরিতে চলে এই অভিযান। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত আইসক্রিম কারখানাটিকে সাত হাজার টাকা জরিমানা করেন। আদালতকে সহায়তা করেন রংপুর বিএসটিআই অফিসের ফিল্ড অফিসার মো. দেলোয়ার হোসেন।

পণ্যের গুণগত মান যাচাই ব্যতীত ও বিএসটিআই এর মান সনদ না নিয়েই আইসক্রিমের উৎপাদন ও বিক্রয়-বিতরণ অব্যাহত রাখার অপরাধে এ জরিমানা করা হয়েছে বলে জানান বিএসটিআই এর ফিল্ড অফিসার মো. দেলোয়ার হোসেন। এসময় ঐ প্রতিষ্ঠানকে ভবিষ্যতে পণ্যের গুণগত মান যাচাই ও লাইসেন্স ছাড়া উৎপাদন, বিক্রয় ও বিতরণ থেকে বিরত থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএমএন

 

কুড়িগ্রাম ভ্রাম্যমান আদালত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর