চট্টগ্রামে পাচারকারীকে গণপিটুনি দিয়ে তিন শিশু উদ্ধার
২৫ সেপ্টেম্বর ২০১৮ ২০:২৯
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: গাড়ির কাজ দেবার কথা বলে পাচারের উদ্দেশে জড়ো করা তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করা হয়েছে মামুনুর রশিদ (২০) নামের এক যুবককে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর ডিসি হিলে এই ঘটনা ঘটে। উদ্ধার হওয়া তিন শিশু হলো, ফাহিম (১১), সোহেল (১০) ও উজ্জ্বল (১১)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন সারাবাংলাকে বলেন, মামুনুর রশিদ একজন পেশাদার মানব পাচারকারী। দেশের বিভিন্নস্থান থেকে শিশুদের বিভিন্ন প্রলোভনে নিজের হেফাজতে নিয়ে ঢাকায় পাচার করে। এরপর তাদের বিভিন্ন কাজে জড়িত করা হয়।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো.কামরুজ্জামান সারাবাংলাকে জানান, শিশু ফাহিমের বাসা নগরীর মগপুকুর পাড় এলাকায়। তার মা বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করেন। গত ২১ সেপ্টেম্বর বাসায় না জানিয়ে কুমিল্লার লাকসামে নানার বাড়িতে চলে যায়। সেখান থেকে ফেরার পথে লাকসাম স্টেশনে তার সঙ্গে মামুনুর রশিদের পরিচয় হয়। তাকে গাড়ির কাজ দেবে বলে মামুন নিজের হেফাজতে নেয়।
শিশু উজ্জ্বলকেও লাকসাম স্টেশন থেকে একই প্রলোভন দেখিয়ে নিজের সঙ্গে নেয় মামুনুর রশিদ। সোহেলকে চট্টগ্রাম রেলস্টেশন থেকে সংগ্রহ করে ঢাকায় গাড়ির ওয়ার্কশপে কাজ দেওয়ার কথা বলে নিজের সঙ্গে নেয়।
আরও পড়ুন: রাজধানীতে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী মাদ্রাসার শিক্ষক আটক
এরপর তাদের মঙ্গলবার সকালে ডিসি হিল পাড় নিয়ে যায়। সেখানে ফাহিম কান্না শুরু করলে নূরুল ইসলাম নামে একজন বিষয়টি দেখতে পান। তিনি মামুনুর রশিদের কাছে গিয়ে শিশুটির কান্নার বিষয়ে জানতে চান। তখন মামুনুর রশিদ অসংলগ্ন উত্তর দেন। এক পর্যায়ে উজ্জ্বল এবং ফাহিমও কান্না শুরু করে দেয় এবং পুরো বিষয় খুলে বলে। তখন নূরুল ইসলামের চিৎকারে লোকজন জড়ো হয়ে মামুনুর রশিদকে ধরে ফেলেন। তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে দেওয়া হয়।
এই ঘটনায় ফাহিমের মা বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন।
সারাবাংলা/আরডি/এনএইচ