এক হাজার গাছ লাগাবে জাবি প্রশাসন
২৫ সেপ্টেম্বর ২০১৮ ২০:৩৮
।। জাবি করেসপন্ডেন্ট ।।
জাবি: বৃক্ষরোপন কর্মসূচি ২০১৮’র অংশ হিসেবে এক হাজার গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। পুরো বিশ্ববিদ্যালয়ে এক হাজার ফলদ, বনজ ও ভেষজ গাছ লাগানো হবে।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় এস্টেটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মুখ্য উদ্যানতত্ত্ববিদ মো. নুরুল আমিন সারাবাংলাকে এই তথ্য জানান।
তিনি বলেন, এবার আমরা এক হাজার গাছের চারা রোপন করব। এর মধ্যে বেশ কিছু শাল গাছের চারা রোপন করা হবে। কারণ এই প্রজাতির গাছ আমাদের প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এছাড়া ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন করা হবে।
এদিন সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের উত্তর পাশে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম ‘বৃক্ষরোপন কর্মসূচি- ২০১৮’ এর উদ্বোধন করেন। তিনি একটি গর্জন গাছের চারা রোপনের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। সেখানে ১৬২টি শাল ও গর্জন গাছের চারা রোপন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নুরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ এবং আরও অনেকে।
সারাবাংলা/এটি