মায়ের কোলে চড়ে আসা সেই ছেলে ঢাবি ভর্তি পরীক্ষায় পাস
২৫ সেপ্টেম্বর ২০১৮ ২১:১০
।। ঢাবি করেসপন্ডেন্ট।।
ঢাবি: মায়ের কোলে চড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদের অধীন খ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে আসা সেই ছেলে পাস করেছেন। পরীক্ষায় পাস করা ৪ হাজার ৭৪৭ জনের মধ্যে তার মেধাক্রম ৩৭৪০।
এর আগে, গত শুক্রবার (২১ সেপ্টেম্বর) মায়ের কোলে চড়ে পরীক্ষা দিতে আসা হৃদয় সরকারের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সবাই ছবিটি শেয়ার দিয়ে মায়ের অপরিসীম ভালোবাসার কথা লিখেন।
ঢাবি ভর্তি পরীক্ষায় পাসের বিষয়ে হৃদয় সরকার সারাবাংলা’কে বলেন, ‘আমার প্রবল ইচ্ছা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। এবার আমি সেই স্বপ্নের দ্বারপ্রান্তে রয়েছি। এই ইচ্ছা পূরণ হলে আমি ভীষণ খুশি হবো।’
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী কোটাসহ বিভিন্ন কোটা রয়েছে। পাস করা ভর্তিচ্ছুদের নির্দিষ্ট কোটায় আসন খালি থাকা সাপেক্ষে বিভাগ বরাদ্দ দেওয়া হয়। সে হিসেবে হৃদয় সরকারের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ভালো সম্ভাবনা রয়েছে।
হৃদয় সরকারের বাড়ি নেত্রকোনায়। শারীরিক অক্ষমতার কারণে তিনি হাঁটতে পারেননা। শৈশব থেকেই মা তাকে কোলে চড়িয়ে স্কুল-কলেজে নিয়ে যেতেন বলে জানা গেছে।
সারাবাংলা/কেকে/এএস