Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমন ফলের পরও অখুশি শাহজাদ


২৬ সেপ্টেম্বর ২০১৮ ১১:৫১

স্পোর্টস ডেস্ক।।

আরেকটু হলেই টানা তিন ম্যাচে শেষ ওভারে হারের বেদনা নিয়ে মাঠ ছাড়তে হতো। সেই দুঃখ আফগানিস্তানকে তাড়িয়ে বেড়াত বহুদিন। নিজেরা জিততে না পারলেও ভারতকেও জিততে দিল না আফগানরা, মহানাটকীয় ম্যাচের শেষে গিয়ে টাই করেছে। আর তার পেছনে ১২৪ রান করে বড় অবদান মোহাম্মদ শাহজাদের। ম্যাচ শেষে আফগান এই ওপেনার ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে আক্ষেপ করে বলেছেন, এমন ফলে তিনি খুশি নন।

প্রায় মুঠো থেকে বেরিয়ে যাওয়া ম্যাচটা শেষ দুই ওভারের নাটকীয়তায় টাই করতে পেরেছে আফগানিস্তান। রশীদ খানের শেষ দুই বলে দরকার ছিল ১ রান, কিন্তু সেখান থেকে ম্যাচ টাই করেছে আফগানিস্তান। শাহজাদের ১২৪ রানের ইনিংসটা তাই পুরোপুরি বৃথা যায়নি, অন্তত ম্যাচ হারার দুঃখ নিয়ে মাঠ ছাড়তে হয়নি। তবে শাহজাদ বলছেন এই গরমে ছয় ঘণ্টা ব্যাট করার পর এমন কিছু প্রাপ্য ছিল না, ‘আসলে আমি এই ফল নিয়ে একদমই খুশি নই। গরমের মধ্যে ছয় ঘণ্টা খেলতে হয়েছে আমাদের, এটা আমাদের প্রাপ্য ছিল না।’ কিন্তু নিজে আজ যেমন বিস্ফোরক ব্যাটিং করলেন, সেটার রহস্য কী? শাহজাদের উত্তর, ‘আমি মাঠে নামার আগেই ঠিক করেছিলাম, কাল তো চলে যাচ্ছি, আজ সব বল মারার চেষ্টা করব। এশিয়ার সবচেয়ে ভালো দলগুলোর সঙ্গে আমি রান করতে পেরেছি, আজকের ইনিংস নিয়েও আমি গর্বিত। আমার কাছে পারফর্ম করাটাই আসল।’

ম্যাচ শেষে মহেন্দ্র সিং ধোনিও প্রশংসার মুখর হয়েছেন আফগানিস্তানের, ‘এই টুর্নামেন্টের শুরু থেকেই ওরা বেশ উন্নতি করেছে। প্রতিটি ম্যাচে ওরা যেভাবে লড়াই করেছে, সেটা অবশ্যই প্রশংসা করার মতো। ওরা র‍্যাঙ্কিংয়ে নিচের দিকের দল হয়েও মাঠের খেলায় সবাইকে অবাক করে দিয়েছে। ব্যাটিং ভালো করেছে, ফিল্ডিং ও বোলিংও ছিল বলার মতো।’

বিজ্ঞাপন

ম্যাচ জিততে না পারলেও হৃদয় জিতে নিয়েছে আফগানরা।

সারাবাংলা/এএম

এশিয়া কাপ ২০১৮ ভারত-পাকিস্তান ম্যাচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর