মাদ্রিদে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির সভা অনুষ্ঠিত
২৬ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৫০
।। কবির আল মাহমুদ, স্পেন থেকে ।।
স্পেনের অন্যতম আঞ্চলিক সংগঠন বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতি মাদ্রিদের নব নির্বাচিত প্রথম কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) স্পেনের রাজধানী মাদ্রিদের একটি রেস্টুরেন্টে রাত ৯টায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির নব নির্বাচিত সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু। নব নির্বাচিত সাধারণ সম্পাদক রাসেল দেওয়ানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা গোলাম মোস্তফা জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা শেখ ইসলাম ও সুমন নূর।
কার্যকরী কমিটির সভায় নেতারা বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন এবং আগামীতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতিকে আরও শক্তিশালী করতে যে ধরনের উদ্যোগ গ্রহন করা জরুরি সেগুলো তুলে ধরেন। এ ছাড়া কার্যকরী পরিষদের দায়িত্ব ও কর্তব্য, নতুন সদস্য সংগ্রহ প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সর্বসম্মতিতে গৃহিত হয়, নব-নির্বাচিত কমিটির উদ্যোগে সকল সদস্যকে নিয়ে বনভোজন অনুষ্ঠানের আয়োজন করা।
বক্তারা, বর্তমান কমিটিকে সহযোগিতা করার জন্য সংগঠনের সকল সদস্যদের প্রতি অনুরোধ জানানো হয়।
অনুষ্ঠিত সভায় কার্যকরী পরিষদের সদসদের মধ্যে বক্তব্য দেন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন রানা, সিনিয়র সহসভাপতি মো. শাহিন, সহসভাপতি সেলিম হাওলাদার, মো. তাহের, রবিন মাহমুদ, মো. পনির হোসেন, সিনিয়র সহসাধারণ সম্পাদক আবদুল আলিম, সহসাধারণ সম্পাদক মো. নিশাদ, রবিউল ইসলাম, সেলিম হাসান, সহসাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান, মো. রওনক, অর্থ সম্পাদক সোহেল আহমেদ, সহ অর্থ সম্পাদক মাসুদ রানা, দফতর সম্পাদক সুমন শেখ, প্রচার সম্পাদক মো. রফিক, সহপ্রচার সম্পাদক মাহফুজ আহমদ , ধর্ম সম্পাদক ইব্রাহিম খান, ক্রীড়া সম্পাদক কামরুল হাসান রুবেল, সহক্রীড়া সম্পাদক ইউনুসুর রহমান শাওন, সংস্কৃতিক সম্পাদক মো. বাবু, নির্বাহী সদস্য রান্টু হোসেন ও মো. খোকনসহ অনেকে।
সারাবাংলা/এমআই