Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদকের কাছে সময় চেয়েছেন বিকল্পধারা মহাসচিব মান্নান


২৬ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৫৪

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে অসুস্থতার কারণ দেখিয়ে সময় চেয়েছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) এম এ মান্নান।

প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আগামী ২৭ সেপ্টেম্বর তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছিল। তবে চিঠি পাঠিয়ে তিনি এক মাস সময় চেয়েছন। বুধবার (২৬ সেপ্টেম্বর) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

গত ২৪ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক এস এম সাহিদুর রহমানের তলবি নোটিশে আগামী ২৭ সেপ্টেম্বর মান্নানকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়। তবে মান্নান সিঙ্গাপুরে চিকিৎসধীন থাকায় তার পক্ষে দুদকে পাঠানো চিঠিতে সময় চেয়েছেন তিনি। চিঠিতে বলা হয়েছে, তার চিকিৎসা শেষ হতে ২০ থেকে ২২ দিন সময় লাগবে। তাই দুদকের তলবে তিনি নির্দিষ্ট তারিখে হাজির হতে পারবেন না।

দুদক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান মেজর (অব.) এম এ মান্নান কর্তৃক বিভিন্ন লোন কেসের মাধ্যমে ঋণ নিয়ে ঋণের আড়ালে বিআইএফসি থেকে ৫১৮ কোটি টাকা উত্তোলনপূর্বক উক্ত অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। ২০১৬ সাল থেকে তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে।

শিল্পপতি মান্নান বাংলালায়ন ওয়াইম্যাক্স ও সানম্যান গ্রুপের চেয়ারম্যান। সানম্যান গ্রুপের মালিকানায় ৪৮টি গার্মেন্ট ও টেক্সটাইল কারখানা রয়েছে। এছাড়া ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালক পদেও রয়েছেন মান্নান। এর বাইরে কোমল পানীয়, এয়ারলাইন্স ও ওষুধের ব্যবসা রয়েছেও তার। ৯০ এর দশকে রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনায় ছিলেন বিএনপির এক সময়ের এই নেতা।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর