Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহ আমানত বিমানবন্দর স্বাভাবিক


২৬ সেপ্টেম্বর ২০১৮ ২১:০২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ জরুরি অবতরণের পাঁচ ঘণ্টা পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। উড়োজাহাজ উঠানামাসহ সব ধরনের অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে।

ইউএস-বাংলার জরুরি অবতরণ তদন্তে ২ কমিটি

দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি আজ বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে রানওয়ের কার্গো শেডের পাশে বে-সিক্স অ্যাপ্রোনে নেওয়া হয়। এরপর রানওয়ে সচল ঘোষণা করা হয়।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশন বিভাগের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার ই জাহান সারাবাংলাকে বলেন, পাঁচ ঘণ্টার মতো বন্ধ থাকার পর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে একটি ফ্লাইট ল্যান্ড করেছে। রাত ৮টা পর্যন্ত ইউএস-বাংলার দুটি, নভো এয়ারের দুটি এবং আরও একটি ফ্লাইট ল্যান্ড করেছে। বিমানবন্দরের পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক।

এদিকে দুর্ঘটনার কারণে ১৩টি উড়োজাহাজের শিডিউল বিপর্যয় ঘটেছে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।

সূত্রমতে, ১৩টি উড়োজাহাজের মধ্যে ৬টি আন্তর্জাতিক রুটের এবং ৭টি অভ্যন্তরীণ রুটের। এর মধ্যে ইউএস-বাংলার আছে ৬টি, নভো এয়ারের ২টি, রিজেন্ট এয়ারওয়েজের ২টি এবং বাংলাদেশ বিমানের ২টি ফ্লাইট আছে।

এদিকে দুর্ঘটনা তদন্তে সিভিল অ্যাভিয়েশন ও এয়ারক্রাফট ইনভেস্টিগেশন গ্রুপ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে বলে সারাবাংলাকে জানিয়েছেন উইং কমান্ডার সারোয়ার ই জাহান।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-১৪১ ফ্লাইটটি বুধবার সকাল সাড়ে ১১টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। সাড়ে ১২টার দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে সেটির সামনের চাকায় ত্রুটি দেখা দেয়। এ সময় পাইলট উড়োজাহাজ নিয়ে আকাশে চক্কর দিতে থাকেন। দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সেটির জরুরি অবতরণে সক্ষম হন পাইলট অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার মো. জাকারিয়া।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমআই

ইউএস-বাংলা শাহ আমানত

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর