Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুল শেষে বাড়ি ফেরা হলো না সুইটির


২৬ সেপ্টেম্বর ২০১৮ ২২:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

রাজবাড়ী: স্কুল শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সুইটি আক্তার (১১) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ী জেলা সদরের আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সুইটি ওই গ্রামের শাজাহানের মেয়ে এবং কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা বেগম সারাবাংলাকে বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে স্কুল শেষে বাড়ি ফিরছিল সুইটি। ওই সময় হালকা বৃষ্টির পাশাপাশি আকাশে বজ্রপাত হচ্ছিল। বাড়ির কাছাকাছি পৌঁছালে বজ্রপাতের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে সুইটি।

বিজ্ঞাপন

স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. সারোয়ার জোহেব সারাবাংলাকে বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

সারাবাংলা/এমআই

বজ্রপাতে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর