Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হবিগঞ্জে ২ উপজেলা থেকে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার


২৭ সেপ্টেম্বর ২০১৮ ১২:১৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুল ও লাখাই উপজেলা থেকে পেট্রোল বোমা ও ককটেলসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। দুই ঘটনাস্থলের কোথাও থেকেই এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে লাখাইয়ে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাহুবল থানার ওসি মাসকু আলী জানান, বুধবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল থানা পুলিশ উপজেলার মিরপুর থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি ককটেল ও ছয়টি পেট্টোল বোমা উদ্ধার করে। বাজারের পাশে একটি ফাঁকা জায়গায় বোমাগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

নাশকতার জন্য কোনো চক্র বিস্ফোরকগুলো ওই স্থানে রেখেছিল বলে পুলিশ ধারণা করছে।

এদিকে, লাখাই থানার ওসি এমরান হোসেন জানান, উপজেলার বুলা বাজারে একদল ব্যক্তি নাশকতা করতে গোপন বৈঠক করছিল বলে জানতে পারে পুলিশ। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ২২টি চকলেট বোমা, ২টি পেট্রোল বোমা এবং একটি বারুদ ভর্তি টিনের বাক্স উদ্ধার করে। তবে অভিযানের আগেই ওই ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ওসি জানান, পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, বিএনপির একটি গ্রুপ নাশকতার জন্য বিস্ফোরকগুলো মজুত করে। এ ঘটনায় লাখাই থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বাদী হয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদসহ ১২ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেছেন।

সারাবাংলা/টিআর

পেট্রোল বোমা হবিগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর