ইয়াবাসহ ডিএনসিসি প্যানেল মেয়রের ছেলেসহ আটক ৩
২৭ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৫৮ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮ ২০:২৫
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র জামাল মোস্তফার ছেলে রফিকুল ইসলাম রুবেলসহ তার দুই সহযোগীকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
গত বুধবার (২৬ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তারা হলেন- তানজিলা ইসলাম (২৫) ও আওলাদ হোসেন (৩৯)।
পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে। তথ্যটি সারাবাংলাকে নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পল্লবী থানার এসআই সুলতানের নেতৃত্বে পুলিশের টিম ওই এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করে।
এ সময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ডিএনসিসির প্যানেল মেয়র জামাল মোস্তফার ছেলে রফিকুল ইসলাম ও রফিকুলের সহযোগী তানজিলা ইসলামকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে পল্লবী থানায় মাদক আইনে একটি মামলা (মামলা নং-৮৫, ২৭/০৯/২০১৮) দায়ের করা হয়।
অভিযানে নেতৃদানকারী এসআই সুলতান জানান, গ্রেফতার হওয়া দম্পত্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন জানানো হয়েছে। তারা কতদিন যাবত মাদক ব্যবসা করছেন রিমান্ডে পেলে তাদের কাছ থেকে প্রকৃত তথ্য জানার পর বিস্তারিত জানানো সম্ভব হবে বলেও জানান তিনি।
এদিকে আটকৃত রুবেলের বিরুদ্ধে থানায় কোনো মামলা না থাকলেও শীর্ষ মাদক ব্যবসায়ীদের তালিকায় তার নাম রয়েছে।
সারাবাংলা/এসএইচ/এমএস