প্রধানমন্ত্রীর জন্মদিন, শুক্রবার ৬৯৩৯৪ জায়গায় মিলাদ-দোয়া মাহফিল
২৭ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৩২
।। সারাবাংলা ডেস্ক ।।
ঢাকা: আগামী ২৮ সেপ্টেম্বর (শুক্রবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় ৬৭ হাজার ৩৬৮টি গণশিক্ষা কেন্দ্র, ১ হাজার ১০টি দারুল আরকাম ইবতেদায়ি মাদরাসা, ইসলামিক মিশনের ৪৪৯টি মক্তব ও ২৬টি ইবতেদায়ি মাদরাসা এবং ৫৪১টি মসজিদ পাঠাগারসহ মোট ৬৯ হাজার ৩৯৪টি জায়গায় কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বায়তুল মুকাররমে শুক্রবার সকাল ১০টায় এবং বাকি জায়গাগুলোতে সকাল ৯টায় মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
শুক্রবার দুপুরে (বাদ জুমা) মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করার জন্য দেশের সব মসজিদের সম্মানিত খতিব, ইমাম, মসজিদ কমিটি এবং মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
আগামীকাল সকালে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় ২০১৮ শিক্ষাবর্ষে ৫ লাখ ৯৯ হাজার ৬৮০টি কুরআনুল কারিম বিতরণ করা হবে। এর আগে এই প্রকল্পের আওতায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ১৫ লাখ ৬২ হাজার কুরআনুল কারিম বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সারাবাংলা/এটি
কুরআনখানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বায়তুল মুকাররম মিলাদ ও দোয়া মাহফিল