Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউইয়র্কে বসেই অফিস করছেন প্রধানমন্ত্রী


২৭ সেপ্টেম্বর ২০১৮ ২০:৫৫

ছবি: ফাইল

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে ব্যস্ত সময় কাটালেও সেখান থেকেই অফিস করছেন। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) পর্যন্ত তিনি ডিজিটাল পদ্ধতিতে ১৬টি নথিতে স্বাক্ষর করেছেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান জানান, প্রধানমন্ত্রী নিউইয়র্কে ব্যস্ত সময় কাটালেও সেখান থেকেই নিয়মিত অফিস করছেন। সেখান থেকেই জরুরি ফাইলের মীমাংসা করছেন।

তিনি বলেন, নিউইয়র্কে যাওয়ার আগেই প্রধানমন্ত্রী বলে গিয়েছিলেন- জরুরি ফাইল যেন তাকে ইমেইলের মাধ্যমে পাঠানো হয়। গত ২৩ সেপ্টেম্বর থেকে আজ (বৃহস্পতিবার) পর্যন্ত তিনি ১৬ জরুরি ফাইলের মীমাংসা করছেন।

প্রধানমন্ত্রী জাতিসংঘের ৭৩তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সপ্তাহব্যাপী সরকারি সফরে ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছান। আগামী ১ অক্টোবর সকালে লন্ডন হয়ে তিনি দেশে ফিরবেন।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর