Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা নারী পাচারের সময় পাচারকারী আটক, কারাদণ্ড


২৭ সেপ্টেম্বর ২০১৮ ২৩:০০

।। কক্সবাজার প্রতিনিধি।।

ঢাকা: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে কৌশলে এক রোহিঙ্গা যুবতীকে পাচারকালে আইউব আলী (২৮) নামে এক পাচারকারীকে আটক করে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিক।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে তাঁর (এসিল্যান্ড একরামুল ছিদ্দিক) নেতৃত্বে বিশেষ টহলের সময় উখিয়ার মরিচ্যা বাজার এলাকা থেকে সন্দেহ হলে একটি সিএনজি থামানো হয়। পরে বেশ কিছুক্ষণ কথা বলার ওই যুবতী নারীকে রোহিঙ্গা হিসেবে সনাক্ত করা হয়।

এ সময় রোহিঙ্গা যুবতীর স্বীকারোক্তির ভিত্তিতে পাচারকারী আইউব আলীকে আটক করা হয়। আইউব আলী কক্সবাজার শহরের কলাতলী এলাকার আমির হোসেনের ছেলে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের কারাদণ্ড দেন তিনি।

তিনি আরও বলেন, পরিচয় গোপন করে রোহিঙ্গা যুবতীকে সিএনজিতে (অটোরিক্সা) করে কৌশলে ক্যাম্প পাচার করছিল ওই পাচারকারী। ওই রোহিঙ্গা যুবতী কুতুপালং ডি-৫ এর বাসিন্দা। পরে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর