Wednesday 16 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালি ছাত্রলীগের স্বেচ্ছায় রক্তদান


২৮ সেপ্টেম্বর ২০১৮ ০৫:২৪

।। ইতালি প্রতিনিধি ।।

‘মানবতার সেবায় ছাত্রলীগ’ এই স্লোগানকে সামনে রেখে ইতালির নেপলিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগের ইতালি শাখা। গত বছরের ন্যায় এ বছরও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর অংশ হিসেবে বুধবার (২৬ সেপ্টেম্বর) রক্তদাতা সংস্থা আবিস’কে ১২ ব্যাগ রক্ত দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এ সময় উপস্থিত থেকে স্বেচ্ছায় রক্ত দেন ইতালি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন হাওলাদার, সহ-সভাপতি অনিক হাওলাদার , যুগ্ম-সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিন শাহারিয়া, দপ্তর সম্পাদক সুমন কাজী, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইমরান হাওলাদার, সদস্য ও মিলান লাম্বারদিয়া শাখার নব নির্বাচিত সাধারণ সম্পাদক অলিউর রহমান।

এছাড়াও ছাত্রলীগ নেতা মিঠুন হাওলাদার বাবু, মাসুদুর রহমান, রুহুল আমিন খান লিটন, হামজা আহমেদ, আবুল হোসেন হাওলাদার, শহিদুল বেপারী, সুমন মিয়া, রাসেল বেপারী, ইসরাফিল হাওলাদারসহ ইতালি ছাত্রলীগের বিভিন্ন শাখার কর্মীরাও স্বেচ্ছায় রক্ত দেন।

কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রলীগ নেতারা বলেন, ‘শুধু রাজনীতিই নয়, মানব সেবায়ও ছাত্রলীগ সদা প্রস্তুত রয়েছে’। এ সময় নেপলি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজীব আহমেদসহ বাংলাদেশি কমিউনিটির অনেকেই উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএস

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর