কুয়াশা মাখা গরমের দিন
২৮ সেপ্টেম্বর ২০১৮ ১১:৪২
।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
আশ্বিনের মেঘ যখন আকাশ ছেয়ে যায় তখন সেই মেঘের আড়ালে ঋতু আসলে ভোল পাল্টে ফেলে। যেন আকাশটা বিশাল এক মঞ্চ, আর তার পর্দা হচ্ছে মেঘ। পেছন দিয়ে কুশীলবরা পালটে ফেলছে দৃশ্যপট!
গতকালের মেঘের পর বদলে যাওয়া দিন টের পাওয়া যায়ন ত্বকও আগের চেয়ে শুষ্ক ঠেকে। রাতের দিকে শীত শীত লাগে। গ্রামের দিকে নাকি কুশায়াও পড়ছে। সকালের রোদে ঘাসের গালিচায় ঝিকমিলে শিশির বিন্দুও ডেকে ডেকে বলছে, ও ভাই এবার দিন আমাদের।
আজ আকাশে মেঘ বলতে গেলে থাকছেই না। আর্দ্রতাও কমের দিকে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর থেকে রাজ্যপাট গুটিয়ে নিচ্ছে। তাই দিনটা প্রধাণত শুষ্ক থাকবে।
এত সবের মধ্যে হিসাব গোলমাল করে দিয়েছে গরম। কেমন মিষ্টি নরম দিনের পূর্বাভাস চলছিল এর মধ্যে তিনি হাজির হলেন খলনায়কের বেশে। আবহাওয়ার পূর্বাভাসে সাফ সাফ বলা আছে রোববার পর্যন্ত বেশ গরম থাকবে। এরপর ফয়সালা হবে গরমের ভাগ্যে কী আছে!
তো আকাশে মেঘ নেই, গরম রোদ। এখন পানি আর সানস্ক্রিনের কথা কি আর বলে দিতে হবে? সূর্যই খুঁচিয়ে খুঁচিয়ে এগুলো করিয়ে নিবে।
যাক গরম যাই হোক। শুক্রবার দিনটা অন্তত আনন্দে কাটুক!
সারাবাংলা/এমএ